শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিশু সাজিদের খোঁজ মেলেনি

‘ছেলেটাকে ফিরে পেতে চাই, আর কিছু চাই না’

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

‘ছেলেটাকে ফিরে পেতে চাই, আর কিছু চাই না’

রাজশাহীর তানোরে মাটির নিচে তলিয়ে যাওয়া শিশু সাজিদকে এখনও পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে গর্ত খনন অব্যাহত আছে। সন্ধ্যার পর উৎসুক জনতার ভিড় কিছুটা কমেছে।


বিজ্ঞাপন


তবে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে না বলে জানানো হয়েছে। সাজিদের বাবা মো. রাকিব সন্ধ্যা ৭টায় ঢাকা মেইলকে বলেন, ‘মামলা করব না। ছেলেটাকে ফিরে পেতে চাই, আর কিছু চাই না।’

আরও পড়ুন—

৪২ ফুট খুঁড়েও সন্ধান মেলেনি শিশু সাজিদের

নির্ঘুম রাত উৎসুক জনতার, এখনো উদ্ধার হয়নি শিশু সাজিদ

ছেলেকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছি: সাজিদের বাবা

এদিকে, শিশুকে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় অফিসের উপ-পরিচালক দিদারুল ইসলাম বলেন, ‘শিশুটির জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। আমরা চেষ্টা করছি তাকে খুঁজে পাওয়ার। না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।’


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, তারা ক্যামেরা দিয়ে সাজিদের অবস্থান জানার চেষ্টা করছেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর