রাজশাহীর তানোরে বুধবার দুপুর থেকে সারারাত অভিযান চালিয়েও শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিস শিশুকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে শিশুর পরিবার, স্বজন ও এলাকাবাসী রয়েছে।
শিশুর বাবার নাম রাকিব। তিনি ঢাকায় একটি কোম্পানিতে কাজ করেন। ছেলের খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে চলে আসেন তিনি। রাতে তানোরে নিজ গ্রামে এসেই রাকিব দেখলেন ফায়ার সার্ভিসের সদস্যরা জোর চেষ্টা চালাচ্ছেন তার শিশুপুত্রকে উদ্ধার করতে। দৃশ্যটা দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি। হাউমাউ করে কেঁদে ফেললেন।
বিজ্ঞাপন

দুই হাত দিয়ে বুক চাপড়াতে চাপড়াতে বলতে লাগলেন—ছেলে গর্তে পড়ার অনেক পরে আমি খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রওনা দিয়েছিলাম। এখনো আমার ছেলেকে এখনো দেখতে পেলাম না। বেঁচে আছে কি না— কিছুই জানি না।

রাকিব সাংবাদিকদের বলেন, আমি কিছু বলতে পারি না। এখন মহান আল্লাহর ওপরই ভরসা। ছেলেকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছি। তিনি যা ভালো মনে করবেন, তাই করবেন’
বিজ্ঞাপন
এরপর থেকে ঘটনাস্থলেই রয়েছেন। ছেলের জন্য কাটিয়েছেন নির্ঘুম রাত।
রাজশাহীর তানোরে দুই বছরের শিশু সাজিদের জন্য পুরো গ্রাম শ্বাসরুদ্ধ। গভীর নলকূপের পাইপে আটকে যাওয়া সাজিদকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল পর্যন্ত উদ্ধার করা যায়নি।
প্রতিনিধি/টিবি

