বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানযাত্রী দুই বন্ধু নিহত

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম

শেয়ার করুন:

রাজৈরে কাভার্ডভ্যানে ধাক্কায় ভ্যানযাত্রী দুই বন্ধু নিহত

মাদারীপুরের রাজৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী দুই বন্ধু নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


thumbnail_Madaripur_09-12-25_(Road_Accident)_Pic_(5)

নিহত বিপ্লব সরকার (৩০) রাজৈর উপজেলার আমগ্রাম গ্রামের বিকাশ সরকারের ছেলে ও তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৪০) একই গ্রামের নিত্যানন্দ গাইনের ছেলে।

আরও পড়ুন

রাজশাহীতে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান বন্ধ করে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইনসহ তিনজন। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালিবাড়ি এলাকায় আসলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ব্যাটারিচালিত ভ্যানটিকে সজোরে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই স্বর্ণ ব্যবসায়ী পলাশ ও তার বন্ধু বিল্পব মারা যান। আহত একজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।


বিজ্ঞাপন


thumbnail_Madaripur_09-12-25_(Road_Accident)_Pic_(4)

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর