বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি,  রাজশাহী
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা
জামায়াত কর্মী শান্ত।

রাজশাহীতে শান্ত নামের এক জামায়াতে ইসলামীর কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) নগরীর কাশিয়াডাঙ্গা থানার আলিগঞ্জ এলাকায় তাকে দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয়।


বিজ্ঞাপন


পরে শান্তকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঢাকা মেইলকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জমিজমা ক্রয়-বিক্রয় সংক্রান্ত ঝামেলা নিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়। সন্ধ্যায় তিনি মারা যান। আমরা কয়েকজনের নাম পেয়েছি।

ওসি আব্দুল মালেক আরও বলেন, মঞ্জুর, রুবেল, নয়ন, রিপন জড়িত রয়েছেন বলে অভিযোগ এসেছে। এ ঘটনায় মামলা হবে এবং আসামিদেরও গ্রেফতার করা হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


এ বিষয়ে জামায়াতে ইসলামীর রাজপাড়া থানা সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, সুদের টাকার প্রতিবাদ করায় তাকে খুন করা হয়েছে বলে শুনেছি। ঘটনাটি ন্যাক্কারজনক। খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর