শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

loading/img

মাদারীপুর

মাদারীপুর জেলা দেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের (প্রস্তাবিত ফরিদপুর বিভাগের) একটি প্রশাসনিক অঞ্চল।পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক কুতুব-ই-জাহান হযরত বদিউদ্দীন আহমেদ জিন্দা শাহ মাদার (র.) এর নাম অনুসারে এ জেলার নামকরণ করা হয়। এই জেলার উত্তরে ফরিদপুর জেলা ও মুন্সীগঞ্জ জেলা, পূর্বে শরীয়তপুর জেলা, পশ্চিমে ফরিদপুর জেলা ও গোপালগঞ্জ জেলা এবং দক্ষিণে গোপালগঞ্জ জেলা ও বরিশাল জেলা। এ জেলার মোট আয়তন প্রায় ১১৪৪.৯৬ বর্গ কিলোমিটার। স্বাধীনতা লাভের পর ১৯৮৪ সালের ১ মার্চ মাদারীপুর জেলা হিসেবে স্বীকৃতি পায়। মাদারীপুরের জলবায়ু আর্দ্র ও উষ্ণভাবাপন্ন। জলবায়ুতে মৌসুমী বায়ুপ্রবাহের প্রভাব স্পষ্ট। এ জেলায় প্রায় ১০টি নদী আছে।

শেয়ার করুন: