শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা

গোপালগঞ্জের মুকসুদপুরে মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার (৫১) নামের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

ঘটনার প্রায় আট দিন পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ভুক্তভোগী শিক্ষার্থী।


বিজ্ঞাপন


অভিযুক্ত মাহমুদুল হাসান বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের আব্দুল হামিদ শিকদারের ছেলে । 

আরও পড়ুন: ‎তালতলীতে বৃদ্ধের বিরুদ্ধে ২ ধর্ষণ মামলা

স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তাকে পুলিশি পাহারায় মাদারীপুরের রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের দাবি, ছুটির পর শিক্ষক মাহমুদুল হাসান ওই শিক্ষার্থীকে কৌশলে ধর্ষণ করেন। পরে বাড়িতে ফিরে বিষয়টি পরিবারকে জানায় ওই শিক্ষার্থী। এ ঘটনার আট দিন পর আত্মহত্যা করে সে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ: গ্রেফতার হয়নি অভিযুক্ত

এ বিষয়ে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, ‘শিক্ষক মাহমুদুল হাসানের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয়রা। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

মরদেহটির ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর