শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তালতলীতে বৃদ্ধের বিরুদ্ধে ২ ধর্ষণ মামলা

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:২২ এএম

শেয়ার করুন:

তালতলীতে বৃদ্ধের বিরুদ্ধে ২ ধর্ষণ মামলা

বরগুনার তালতলীতে এক বৃদ্ধের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দু'টি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে তালতলী থানায় মামলা দু'টি দায়ের করেন ভুক্তভোগী দুই শিশুর বাবা ও মা।


বিজ্ঞাপন


তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ওই বৃদ্ধের নাম মো. মোকলেছ মোল্লা (৫৯)। তিনি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

 এ বিষয়ে তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ‘মামলা দায়েরের পর ভুক্তভোগী দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আদালতের মাধ্যমে তাদের জবানবন্দী নেওয়া হবে। পাশাপাশি এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর