গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শিশুটির বাবা জয়দেবপুর থানায় মামলা দায়েরের পর আট দিন পার হলেও পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
বিজ্ঞাপন
অভিযুক্ত বাবুল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার আতু জঙ্গল গ্রামের জালালের ছেলে।
তিনি সদর উপজেলার বানিয়ারচালা এলাকার ইউনুছ আলীর বাড়িতে ভাড়া থেকে মুদি দোকানের ব্যবসা করতেন।
ভুক্তভোগী শিশুটির বাবা জানান, তার ১১ বছর বয়সী প্রতিবন্ধী শিশুটি গত ২৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় একটি মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। দোকানের মালিক বাবুল মিয়া সুযোগ বুঝে তাকে দোকানের ভেতর নিয়ে শাটার বন্ধ করে দেয়।
পরে শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। বাসায় ফিরে শিশুটি তার ভাবিকে ঘটনাটি জানায়। এরপর পরিবারের অন্যান্য সদস্যরাও বিষয়টি জানতে পারেন। পরে তারা স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে জানালে তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
বিজ্ঞাপন
কিন্তু রাতেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তিনি (বাবা) বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, মামলা হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয়নি। এতে তারা ন্যায়বিচার পাওয়ার বিষয়ে শঙ্কায় আছেন। দ্রুত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে ধরার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।
প্রতিনিধি/ এমইউ

