জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রতিনিধিরা।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাকসু সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ, জোহা চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শেখ হাসিনার ফাঁসির রায়ে নাটোরে মিষ্টি বিতরণ
কর্মসূচির বিষয়ে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘খুনি হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। এ রায়ে খুশি হয়ে আমরা মিষ্টি বিতরণ করছি। এটা আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে করা হয়েছে। কিন্তু এটুকুতেই এই আনন্দ প্রকাশ করার মতো না, আরও আনন্দিত আমরা হব তখন, যখন এই রায় বাস্তবায়ন হবে। আমরা চাই - ইন্টারপোলের মাধ্যমে হোক বা যেভাবেই হোক খুনি হাসিনাকে নিয়ে এসে যেন ফাঁসির ব্যবস্থা করা হয়।’
আরও পড়ুন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বাড়িতে নিরাপত্তা জোরদার
তিনি আরও বলেন, ‘এ রায় অনেক অপেক্ষার রায়। আমরা তো জানি শেখ হাসিনা খুনি। ছোট বাচ্চা থেকে শুরু করে আবাল-বৃদ্ধ-বনিতাসহ পুরো প্রজন্মের সবাইকে যেভাবে হত্যা করেছে, সব মিলিয়ে এই রায় মূলত সবার জন্য। সেই শহীদদের পরিবারের জন্য এবং আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা আন্দোলন করেছি। এছাড়া পুরো বাংলাদেশের মানুষদের জন্য।’
বিজ্ঞাপন
জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ‘এই রায় বাংলাদেশের মানুষের দীর্ঘ ১৭ বছরের নিষ্পেষিত জীবনের ফসল। আমরা চাই অনতিবিলম্বে যে প্রক্রিয়াতেই হোক না কেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকর করা হোক।’
প্রতিনিধি/ এমইউ

