ঘুম থেকে উঠতে দেরি হওায়ায় কাজী সামিয়াল হাসান (১১) নামে এক শিক্ষার্থীকে আরাফাত হুসাইন নামের পাষণ্ড শিক্ষক বেত দিয়ে বেধড়ক পিটিয়েছেন। আঘাতে ওই শিশুর সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী শিশুটি ও তার স্বজনদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব
এর আগে বৃহস্পতিবার ভোরে নড়াইল শহরে এ ঘটনা ঘটে। পরে বিকেলে ওই শিশুটিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বজনরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
নির্যাতনের শিকার শিশু ও তার স্বজনরা জানায়, বৃহস্পতিবার নড়াইলের একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুম থেকে উঠতে দেরি হওয়ার অপরাধে সামিয়ালকে বেত দিয়ে নৃশংসভাবে পেটায় শিক্ষক আরাফাত হুসাইন। তখন বেতের আঘাতে শিশুটির সারা শরীর রক্তাক্ত হয়ে যায়। বিকেলে হতভাগ্য শিশুটির স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসা দিতে নড়াইল সদর হাসপাতালে নেয়।
আরও পড়ুন: শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা সপ্তম শ্রেণির ছাত্রীর
বিজ্ঞাপন
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ

