শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা সপ্তম শ্রেণির ছাত্রীর

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা সপ্তম শ্রেণির ছাত্রীর

রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের গেটের সামনে এক শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা করেছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। 

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গাজীপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওই ছাত্রী ব্যাগ থেকে চাকু বের করে। এরপর শিক্ষকের দিকে ঝাঁপিয়ে পড়ে। শিক্ষকের গলায় চাকুটি ধরলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন। 

এতে তার হাতে ও গলায় জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে ওই শিক্ষক বাসায় চলে যান। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: পরিত্যক্ত বাড়ি থেকে হাতবোমা উদ্ধার

আক্রমণের সময় ওই ছাত্রী শিক্ষককে বলে যে 'আজকেই শেষ। ঘটনার পর স্কুলের সামনে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু করলে স্কুল ক্যাম্পাসে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

স্কুল সূত্রে জানা গেছে, স্কুলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২৩ সালে টিসি দিয়ে ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ- তার এক আত্মীয়র সহায়তায় স্কুলের একজন শিক্ষকের নম্বর ক্লোন করে শিক্ষকদের বিভিন্ন আজেবাজে মেসেজ, ছবি ও ভিডিও পাঠাতো। এ বিষয়টির জন্য প্রতিষ্ঠান সাইবার টিমের সহায়তা নেয়। পরে ধরা পড়ে যায় ওই ছাত্রী। ওই সময় মেয়েটি অপরাধ স্বীকারও করে। এরপর তাকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এ ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে এ ঘটনাটি ঘটেছে। তবে ওই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর