শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ 
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ ও মফিজ উদ্দিন চৌধুরী দাখিল মাদরাসা পরিদর্শন করেছেন। 

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টায় তিনি এ দু’টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। 


বিজ্ঞাপন


পরিদর্শনকালে প্রতিষ্ঠান দু’টির প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী লন্ডন ট্রেডিশনের কর্ণধার মামুন চৌধুরী উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা সপ্তম শ্রেণির ছাত্রীর

সচিব আবু তাহের মোহাম্মদ জাবের কলেজ ক্যাম্পাস ও অ্যাকাডেমিক ভবন পরিদর্শন করে শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।

আরও পড়ুন: গাজীপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত


বিজ্ঞাপন


চুনারুঘাট উপজেলার ওসমানপুর গ্রামের কৃতি সন্তান সচিব আবু তাহের মোহাম্মদ জাবের শিক্ষাপ্রতিষ্ঠান দু’টির সাফল্য কামনা করে শিক্ষার মানোন্নয়নে আরও কাজ করার আহ্বান জানান। পরিদর্শনকালে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় জেলায় ভালো ফলাফল অর্জন করে মফিজ উদ্দিন চৌধুরী দাখিল মাদরাসা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর