রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা
অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন খোলামেলা পরিবেশে গরু ও ছাগলের মাংস বিক্রি করার অপরাধে জরিমানা।

ঝিনাইদহের কালিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন খোলামেলা পরিবেশে গরু ও ছাগলের মাংস বিক্রি করার অপরাধে ২ জন মাংস ব্যবসায়ীর প্রত্যেককে দেড় হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া নলডাঙ্গা রোডে পচা মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীর মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।


বিজ্ঞাপন


বুধবার (২২ অক্টোবর) সকালে পৌরসভার খাদ্য গোডাইনের সামনে ও কালিগঞ্জ পৌর হাটচাঁদনীর মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।

আরও পড়ুন

মেহেরপুরে অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

এসময় প্রসিকিউশন কর্মকর্তা হিসাবে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেনসহ কালিগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, আপনারা স্বাস্থ্য সম্মত পরিবেশে মাংস বিক্রি করুন। আপনারা সচেতন হোন। আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। জনস্বার্থে ও জনস্বাস্থ্যে এ অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর