জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে সদর ও গাংনী উপজেলার বাঁশবাড়িয়া ও বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, সার, বেকারি এবং কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো তদারকি করা হয়।
বিজ্ঞাপন
![]()
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৭ ও ৪৫ অনুযায়ী কসমেটিকস পণ্যে প্রয়োজনীয় তথ্য না থাকায় মেসার্স মেহেরপুর বড়বাজার এলাকায় কেয়া স্টোরকে ৫ হাজার টাকা এবং গাংনী উপজেলার বাঁশবাড়িয়া বাজার এলাকায় ইঞ্জিন ওয়েল বিক্রিতে তথ্য গরমিল ও ভাউচার না থাকায় শাহ মোটরসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন
এ ছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার প্রদান ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।
বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী মেহেরপুর ইউনিটের একটি টিম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের ওই কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস

