শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফটো ফিচার

অনাবাদি জমিতে মুগ্ধতা ছড়াচ্ছে কচুরিপানার ফুল

আসাদুজ্জামান লিমন, কালকিনি থেকে ফিরে
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১১:২৯ এএম

শেয়ার করুন:

কচুরিপানার ফুল। ঢাকা মেইল। কালকিনি। মাদারীপুর।
মাদারীপুরের কালকিনির উত্তর রাজদী গ্রামে কৃষকের অনাবাদি জমিতে ফুটেছে কচুরিপানার ফুল। ছবি: লেখক।

এই জমিটি ছিল এক কৃষকের ভরসার স্থল। কিন্তু জমিটি নিচু হওয়ায় বর্ষায় পানি জমে চাষের অনুপযোগী হয়ে পড়ে। মৌসুমের শুরুতে যখন কলের লাঙ্গল চলার কথা ছিল, তখন জমি ছিল পানিতে ডুবে। হঠাৎ বন্যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। চাষের আশা ছেড়ে দিতে হয় কৃষককে, জমি থেকে যায় অনাবাদি।

54c2e1e9-fd16-4090-a2e2-bc7aa3efcfa8


বিজ্ঞাপন


বর্ষার পানি সরে গেলেও জমির ভেজা কাদা ও পারিন ধারা ধরে রাখে অন্য এক অতিথিকে— কুচুরিপানা (Water Hyacinth)। দ্রুত বংশবৃদ্ধি করা এই জলজ উদ্ভিদ অল্প দিনেই ভরে দেয় পুরো অনাবাদি জমি। একসময়ের ফসলের জমি এখন সবুজের এক পুরু চাদরে ঢাকা। যদিও কৃষকের জন্য এটি সমস্যার কারণ, তবুও প্রকৃতির নিজস্ব খেয়ালে তৈরি হয়েছে এক ভিন্ন দৃশ্য।

73ae8b81-88b3-464a-855d-678d6da879ad

কুচুরিপানার রাজত্বে বেগুনি হাসি কিন্তু প্রকৃতির এই 'সমস্যার' মধ্যেও এক অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে। সবুজ গালিচার ওপর এখন ফুটে উঠেছে শত কুচুরিপানার ফুল। হালকা বেগুনি আর সাদার মিশেলে তৈরি এই ফুলগুলো যেন জমে থাকা বর্ষার স্মৃতির ওপর এক হাসির রেখা।

dd7127ab-2150-4ae1-ba23-1b7a25d787ad


বিজ্ঞাপন


চাষের অভাবে কৃষকের মনে যে বিষাদ ছিল, এই ফুলগুলো যেন সেই শূন্যতাকে সাময়িকভাবে ভরিয়ে দিচ্ছে এক প্রাকৃতিক শিল্পের ছোঁয়ায়। মাদারীপুরের কালকিনি পৌর এলাকার উত্তর রাজদীর অনাবাদি জমি এখন পরিণত হয়েছে এক শান্ত, স্বল্পস্থায়ী ফুলের বাগানে।

e3b37228-d618-4d5c-aff2-59215e9fbf27

সূর্যের আলোয় কুচুরিপানার ফুলগুলো ঝলমল করছে। স্থানীয়দের কাছে এই দৃশ্য এখন এক পরিচিত ছবি। তারা জানেন, এই সৌন্দর্য ক্ষণস্থায়ী। কাদা শুকিয়ে গেলে, শীত নামলে এই ফুল ও পানা শুকিয়ে যাবে। কিন্তু এখন, এই মুহূর্তের জন্য, উত্তর রাজদীর এই জমি জল-জোয়ার আর প্রকৃতির লীলার এক শান্ত, বেগুনি-সাদা ক্যানভাস হয়ে দাঁড়িয়ে আছে, যা বর্ষার না হওয়া ফসলের বেদনাকে ক্ষণিকের জন্য ভুলিয়ে দেয়। এখন অপেক্ষা, কবে মাটি আবার লাঙ্গল আর ধানের বীজকে স্বাগত জানাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর