রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুলনায় ছেলের হাতে বাবা খুন

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ এএম

শেয়ার করুন:

খুলনায় ছেলের হাতে বাবা খুন

খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনের একটি বাসায় এ নৃশংস ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তির নাম লিটন খান। এ ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন।

আরও পড়ুন: রংপুরে গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা: র‍্যাবের অভিযানে গ্রেফতার ১

স্থানীয় সূত্রে জানা গেছে, নেশার জন্য টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ছেলে আবু বকর লিমন প্রথমে শ্বাসরোধ এবং পরে ধারালো বঁটি দিয়ে বাবাকে গলাকেটে হত্যা করেন। ঘটনার পর থেকে লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, নেশার টাকা না পেয়ে লিমন তার বাবা লিটনকে হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে স্ত্রী অন্যত্র গেলে লিটন খান বাসায় একা থাকেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রচণ্ড মাথাব্যথা সহ্য করতে না পেরে কৃষকের আত্মহত্যা

সুযোগটি কাজে লাগায় ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী । প্রথমে তারা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে এবং পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলাকেটে হত্যা করে। 

এ হত্যাকাণ্ডের পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বঁটি উদ্ধার করেছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর