বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রচণ্ড মাথাব্যথা সহ্য করতে না পেরে কৃষকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

প্রচণ্ড মাথাব্যথা সহ্য করতে না পেরে কৃষকের আত্মহত্যা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হরি কিশোর চন্দ্র সরকার (৪৬) নামের এক কৃষক দীর্ঘ দিন ধরে মাথাব্যথা রোগে আক্রান্ত হন। প্রচণ্ড এ ব্যথা সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনদের দাবি।

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ইউপি সদস্য শাহীনুর ইসলাম।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

নিহত হরি কিশোর চন্দ্র সরকার ওই ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত ভুবন চন্দ্র সরকারের ছেলে।

স্বজনরা জানান, হরি কিশোর চন্দ্র সরকার দীর্ঘদিন ধরে মাথাব্যথা রোগে ভুগছিলেন। এ ব্যথার জ্বালায় কখনও কখনও নিজের মাথায় লাঠিয়ে দিয়ে পিটাতেন। একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১১টার দিকে বাড়িতে লোকজন না থাকার সুযোগে হরি কিশোর চন্দ্র তার ভাতিজি কুমারী লক্ষী রানীর উত্তর দুয়ারি রান্নাঘরের ভেতর বাঁশের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

আরও পড়ুন: নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 


বিজ্ঞাপন


এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার বলেন, মানসিক ভারসাম্য হারিয়ে হরি কিশোর সরকার আত্মহত্যা করেছেন। এ নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর