রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় কুকুর লেলিয়ে দিয়ে অমানবিক নির্যাতন

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় কুকুর লেলিয়ে দিয়ে অমানবিক নির্যাতন
কুমিল্লায় কুকুর লেলিয়ে দিয়ে অমানবিক নির্যাতন

কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির অভিযোগে এক যুবককে ধরে কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ অমানবিক নির্যাতন করেন একই এলাকায় উত্তেজিত কয়েকজন যুবক।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর)  সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হয়। এতে জড়িতের গ্রেফতারের দাবিসহ সমালোচনার ঝড় ওঠে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল গ্রেফতার 

ভুক্তভোগী যুবকের নাম জয় চন্দ্র সরকার (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে।

এদিকে বিষয়টি জানতে পেরে জড়িতদের আটক করতে অভিযানে নামে র‍্যাব-১১, সিপিসি ২ কুমিল্লার একটি দল।

আরও পড়ুন: দৃষ্টি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার


বিজ্ঞাপন


শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর শাকতলা র‍্যাব কুমিল্লা সিপিসি: ২-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র‍্যাব কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এই ঘটনায় বিস্তারিত জানাবেন। 

এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় র‍্যাব জানায়, এ ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় জানানো হয়নি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর