সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল গ্রেফতার 

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল গ্রেফতার 

শেরপুরের মাদক কারবারি ও দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল মিয়াকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১২ আগস্ট) শেরপুর সদর উপজেলার মুন্সিরচর পশ্চিমপাড়া এলাকা হতে মাদক ও দেশীয় অস্ত্রসহ বাবুলকে গ্রেফতার করে র‍্যাব: ১৪।


বিজ্ঞাপন


বাবুল মিয়া শেরপুর সদর উপজেলার মুন্সিরচরের মো. জামাল উদ্দিনের ছেলে। কয়েক মাস আগে তার স্ত্রীকে যৌথবাহিনী বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। 

আরও পড়ুন: দৃষ্টি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

র‍্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১৪ সিপিসি-১ সকালে শেরপুরের মুন্সিরচর পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর স্থানীয়দের উপস্থিতিতে তার বাড়ি হতে প্রাণঘাতী অস্ত্র ও চারশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল মিয়ার নামে দু’টি হত্যা মামলা বিচারাধীন আছে। শেরপুরের জনসাধারণ তার ভয়ে আতঙ্কগ্রস্ত ছিল এবং সে এলাকায় ত্রাস সৃষ্টি করে এলাকাবাসীকে অত্যাচারে অতিষ্ঠ রাখত। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, সন্ত্রাসী বাবুল মিয়াকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর