রংপুরে দৃষ্টি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় পলাতক মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব: ১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
বিজ্ঞাপন
আরও পড়ুন: প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩
র্যাব জানায়, প্রধান অভিযুক্ত মিন্টু মিয়া পেশায় একজন কবিরাজ। ওই দৃষ্টি প্রতিবন্ধী ভুক্তভোগীর চিকিৎসা করার জন্য তার বাড়িতে যাওয়া-আসা করত অভিযুক্ত ব্যক্তি। যাওয়া-আসার একপর্যায়ে অভিযুক্ত ভুক্তভোগী তরুণীকে শারীরিক সম্পর্ক স্থাপন করার প্রস্তাব দেয়।
শারীরিক সম্পর্ক না হলে কখনোই সুস্থ হবে না বলে ভুক্তভোগীকে জানায় এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায়। গত ১ জুলাই দুপুরে অভিযুক্ত মিন্টু মিয়া ভুক্তভোগীর বাড়িতে এসে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে রংপুর নগরীর হাজীরহাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
আরও পড়ুন: বিয়ের আশ্বাসে নারীকে গণধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ গ্রেফতার ২
বিজ্ঞাপন
এ বিষয়ে র্যাব: ১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানির অভিযানিক দল শনিবার রাতে রংপুর নগরীর হাজীরহাট থানার কেরানীহাট এলাকায় অভিযান পরিচালনা করে। তখন অভিযুক্ত মো. মিন্টু মিয়া (৪০) গ্রেফতার হন। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

