রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পরিত্যক্ত দোকান থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

শেয়ার করুন:

পরিত্যক্ত দোকান থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাদারীপুরে পরিত্যক্ত একটি দোকানঘর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পান্থাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে, ধারণ করা হচ্ছে মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে।

আরও পড়ুন

বাবার বাড়ি যাওয়ার পথে বাসচাপায় গৃহবধূ নিহত

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, পান্থাপাড়া এলাকায় ওই দোকানের আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন খবর পেয়ে সেখানে যায় পুলিশ। পরে পরিত্যক্ত দোকানঘর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত একটি লাশ উদ্ধার করা হয়। দোকানের ওপরের চালা না থাকায় মৃত্যুর পর বৃষ্টির পানিতে মরদেহ পচন ধরে।

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নেওয়া হবে আইনি ব্যবস্থা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর