রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবার বাড়ি যাওয়ার পথে বাসচাপায় গৃহবধূ নিহত

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

বাবার বাড়ি যাওয়ার পথে বাসচাপায় গৃহবধূ নিহত

নেত্রকোনার পূর্বধলায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় বৃষ্টি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিকেলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বৃষ্টি পূর্বধলা শহরের পশ্চিম পাড়া এলাকার রুবেল মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি ময়মনসিংহে। সকালে বাবার বাড়ি ময়মনসিংহে যাওয়ার জন্য বের হন। পরে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের ইলাশপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ঘটনাস্থলে তিনি নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃষ্টি আক্তার বাসে যাওয়ার জন্য পূর্বধলা চৌরাস্তা থেকে রাজা বাজারের দিকে হাঁটছিলেন। এসময় ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী 'মহারাজ' নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মাকে অচেতন করে তিন মাসের শিশু চুরি!

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর স্বামী ও বাবার বাড়ির লোকজন থানায় এসেছেন। তিনি পূর্বধলা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ময়মনসিংহে যাওয়ার জন্য একাই রওনা হয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় তার মৃত্যু হয়।  বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর