মিরসরাইয়ে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খইয়াছরা ইউনিয়নের চট্টগ্রামমুখী চট্টগ্রামমুখী (ডাউন লেইনের) বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
চট্টগ্রামমুখী মূল রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও তবে সাইডলাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷ খবর পেয়ে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী টিম এসে প্রায় ৩ ঘণ্টা পর চট্টগ্রামমুখী (ডাউন লেইনে) ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
![]()
মিরসরাইয়ের বড়তাকিয়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী (৬০২ ইঞ্জিন নাম্বার) একটি মালবাহী ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকামুখী লেন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল চালু ছিল।
বড়তাকিয়া রেলস্টেশন স্টেশন মাস্টার (অতিরিক্ত) রাখাল চন্দ্র নাথ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী (৬০২ ইঞ্জিন নাম্বার) একটি মালবাহী ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী টিম এসে প্রায় ৩ ঘণ্টা পর উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
![]()
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন সিদ্দিকী বলেন, বড়তাকিয়া এলাকায় ডাউন লেইনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলেও এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এসএস

