রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেতাবগঞ্জে যাত্রাবিরতির দাবিতে পঞ্চগড় এক্সপ্রেস অবরোধ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

সেতাবগঞ্জে যাত্রাবিরতির দাবিতে পঞ্চগড় এক্সপ্রেস অবরোধ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হ‌য়ে‌ছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বোচাগঞ্জ, কাহারোল, বিরল ও আংশিকভাবে পীরগঞ্জের এলাকাবাসী অংশ নেন।


বিজ্ঞাপন


এসময় অবরোধকারীরা পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ৫ মি‌নিট সেতাবগঞ্জ রেলস্টেশনে আটকে রাখেন।

thumbnail_Dinajpur_-4

আন্দোলনকারীরা বলেন, সেতাবগঞ্জ একটি শিল্প এলাকা। এখানে জেলার একমাত্র চিনিকলসহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার মানুষও সেতাবগঞ্জ রেলস্টেশনের উপর নির্ভরশীল। ব্যবসা-বাণিজ্যের প্রসার ও নিরাপদ যোগাযোগের স্বার্থে সেতাবগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বিরতি অত্যন্ত জরুরি।

আরও পড়ুন

২৫ বছরের সচল রাস্তা বন্ধ করে দেওয়ায় গ্রামবাসীর মানববন্ধন

 

পরে অবরোধ শেষে আন্দোলনকারীরা ট্রেনের বিরতির দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেন।

মানববন্ধনে বক্তব‌্য দেন, পৌর বিএনপির সভাপ‌তি মো. নওশাদ আলী,দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মুহাম্মাদ রেদওয়ানুল কারীম রাবিদ, পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির সভাপ‌তি মাইনুল ইসলাম বুলু, পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমওয়া‌লী ফ্লাড, এন‌সি‌পির প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসান প্রমুখ।

thumbnail_Dinajpur_-2

এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান বলেন, আমি স্মারকলিপি হাতে পেয়েছি। মাননীয় রেল উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠিয়ে দেব। এটা বোচাগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি। পঞ্চগড় এক্সপ্রেস সেতাবগঞ্জ স্টেশনে বিরতি পেলে সেটি ইতিবাচক দিক হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর