মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

এ ঘটনার পর জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, যমুনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহের তারাকান্দা যাচ্ছিল। ট্রেনটি রাজেন্দ্রপুর রেলস্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। 

আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত


বিজ্ঞাপন


দুর্ঘটনার পর জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের বগিটি লাইনে তোলার চেষ্টা করছে। ঘণ্টাখানেকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর