শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। 

রোববার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের পুরান বগুড়া ওয়াপদা গেট এলাকায় এ ঘটনা ঘটে৷ 


বিজ্ঞাপন


নিহতের নাম রাকিব হোসাইন মোস্তাকিম। তিনি জয়পুরহাটের ক্ষেতলালের হিমাদ্রিপাড়া এলাকার বাসিন্দা। 

মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগে পড়ত। এছাড়াও তিনি জয়পুরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বগুড়া (জেসাব)-এর ক্রীড়া সম্পাদক ছিলেন। 

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সান্তাহার থেকে বগুড়াগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ওয়াপদা গেট এলাকায় ঘটনাস্থলেই মোস্তাকিম মারা যান। এতে মোস্তাকিমের মোটরসাইকেল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। 


বিজ্ঞাপন


এসআই শফিকুল ইসলাম আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর