শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ শাহাজাদা নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আটক শাহাজাদাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ডিভোর্সি স্ত্রীর বাসায় গিয়ে ফিরলেন লাশ হয়ে
এর আগে বুধবার বিকেলে উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
শাহাজাদা শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার ইসমাইল আকন্দের ছেলে। গ্রেফতার শাহাজাদা উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের কাস্টমস হাউজে অস্থায়ী ভিত্তিতে অফিস সহায়কের চাকরি করতো।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বৃহস্পতিবার বিকেলে বলেন, ৭৫ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

