রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিভোর্সি স্ত্রীর বাসায় গিয়ে ফিরলেন লাশ হয়ে

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

ডিভোর্সি স্ত্রীর বাসায় গিয়ে ফিরলেন লাশ হয়ে

রাজশাহীর তানোরে ডিভোর্সি স্ত্রীর মা-বাবার বাসায় সন্তানদের খোঁজ-খবর নিতে গিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


সন্ধ্যায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

এরপর নিহত বেলাল হোসেনের বাবা আব্দুল মতিন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে তানোর থানায় একটি হত্যা মামলা করলে কয়েকজনকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে তানোরের ওই এলাকার আব্দুল মতিনের ছেলে বেলাল হোসেনের সঙ্গে একই গ্রামের সুলতান হোসেনের কন্যা চাঁদনীর বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এ অবস্থায় তাদের মধ্যে পারিবারিক কলহের জের ধরে গত দুই বছর আগে তারা আলাদা হয়ে যায়। তালাকের কারণে বিজ্ঞ আদালতে খোরপোষের একটি মামলা চলমান রয়েছে।


বিজ্ঞাপন


পরে বেলাল হোসেন দ্বিতীয় বিয়ে করেন। তাদের ঘরে একটি মেয়ে রয়েছে। নিহত বেলাল মাঝেমধ্যেই তার প্রথম স্ত্রীর কাছে থাকা সন্তানদের সঙ্গে দেখা করতে যেতেন। 

আরও পড়ুন: নীলফামারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি বেলাল। পরে বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর পান পরিবারের লোকজন। তার মাথায়, হাতে ও পিঠে মারপিট ও কাটা জখমের চিহ্ন রয়েছে বলে জানান তারা।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘সাবেক স্ত্রীর বাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বেলাল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে তানোর থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তার সাবেক স্ত্রী, তার বাবা ও মাকে গ্রেফতার করা হয়েছে।’

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর