চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে।
নাচোল উপজেলার কসবা ইউনিয়নের পুরাতন কাজলা নামক স্থানে বুধবার (২৭ আগস্ট)) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত
স্থানীয়দের সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে মানসিক ভারসাম্যহীন এই বয়স্ক নারীকে কাজলা বাজারে ও তার আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। এলাকাবাসীরা বলেন, পুরাতন কাজলার রেল ক্রসিং থেকে প্রায় ২০০ গজ দূরে লাইনের পাশে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এই অজ্ঞাত বয়স্ক নারীর লাশটি দেখতে পেয়ে রেল পুলিশকে খবর দেন স্থানীয়রা।
আমনুরা রেলওয়ে জিআরপির ইনচার্জ এসআই আইনুল হক জানান, রেলওয়ে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
বিজ্ঞাপন
এছাড়াও তিনি ঘটনার বিষয়ে বলেন, রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ নারীর আনুমানিক বয়স প্রায় ৬৫ বছর। আমরা সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করি এবং হস্তান্তরের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পন্ন করি। এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে।
প্রতিনিধি/ এমইউ

