রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাজীবাছা নদী থেকে উদ্ধার লাশের পরিচয় শনাক্ত হয়নি

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

কাজীবাছা নদী থেকে উদ্ধার লাশের পরিচয় শনাক্ত হয়নি

খুলনার কাজীবাছা নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী লাশের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। মরদেহে ব্যাপক পচন ধরায় সিআইডি ও র‌্যাবের বিশেষজ্ঞ টিম ফিঙ্গারপ্রিন্ট মিলাতে ব্যর্থ হয়েছেন। 

বুধবার (২৭ আগস্ট) সকালে কয়েকজন ব্যক্তি লাশ শনাক্ত করতে এলেও কেউ তা শনাক্ত করতে পারেননি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নদী থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ জানায়, লাশের পরিচয় শনাক্ত না হলে তা আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, লাশ উদ্ধারের পর সিআইডি ও র‌্যাবের বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে আসেন। তবে শরীরে ব্যাপক পচন ও আঙুলের টিস্যু নষ্ট হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। পরে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে রাখা হয়েছে।

আরও পড়ুন: প্রচণ্ড মাথাব্যথা সহ্য করতে না পেরে কৃষকের আত্মহত্যা


বিজ্ঞাপন


উল্লেখ্য, খুলনা মহানগরীর লবনচরা থানাধীন কাজীবাছা নদীর দশগেট থেকে বস্তাবন্দী অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। বস্তাবন্দী লাশ পড়ে আছে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানায়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর