গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এক ব্যবসায়ী ছুরিকাঘাতে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পরিত্যক্ত বাড়ি থেকে হাতবোমা উদ্ধার
আহত ব্যবসায়ীর নাম সাদ্দাম হোসেন (৩০)। তিনি চৌরাস্তায় শরবত বিক্রি করেন। হামলাকারী দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তায় পাশাপাশি শরবত বিক্রি করেন সাদ্দাম হোসেন ও দেলোয়ার হোসেন। পূর্ব শত্রুতার জেরে বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
বিজ্ঞাপন
একপর্যায়ে দেলোয়ার সঙ্গে থাকা ফল কাটার ছুরি দিয়ে সাদ্দামের পিঠ ও হাতে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, আহত যুবককে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দেলোয়ারকে আটক করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

