রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফুলগাজীতে ২ গ্রেনেড উদ্ধার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ১১:০৯ পিএম

শেয়ার করুন:

ফুলগাজীতে ২ গ্রেনেড উদ্ধার

ফেনীর ফুলগাজীতে দু’টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় কৃষক মামুন দক্ষিণ ধর্মপুর ২ নম্বর ওয়ার্ডে মাঠে গরু চরাতে যান। এ সময় ওই এলাকার সুজামিয়া প্রধানের বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে গাছের গোড়ায় দু’টি গ্রেনেড দেখতে পান।

আরও পড়ুন: মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় যুবকের ৭ বছরের কারাদণ্ড 

এতে আতঙ্কিত হয়ে তিনি এ খবর স্থানীয়দের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে এবং গ্রেনেড উদ্ধারের জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

পুলিশের ধারণা, গ্রেনেড দু’টি বহু পুরোনো। দীর্ঘদিন ধরে মাটির নিচে পুঁতে রাখা ছিল। সাম্প্রতিক বৃষ্টি ও বন্যার কারণে ওপরের মাটি সরে গিয়ে গ্রেনেড দু’টি দৃশ্যমান হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা সপ্তম শ্রেণির ছাত্রীর

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে যাই। এছাড়া সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর