সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় যুবকের ৭ বছরের কারাদণ্ড 

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় যুবকের ৭ বছরের কারাদণ্ড 

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল: ১-এর বিচারক এস এম জিল্লুর রহমানের আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার।


বিজ্ঞাপন


সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

আরও পড়ুন: দুপুরে গ্রেফতার হয়ে বিকেলেই জামিন পেলেন আ. লীগ নেত্রী

মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল একজন মার্কিন নাগরিক। স্বামীর চাকরি সূত্রে তিনি কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকার শাহীন টাওয়ারে বসবাস করেন।

ঘটনার দিন ভুক্তভোগী মার্কিন নারীকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন তারিকুল ইসলাম।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার

মামলার নথির বরাতে আইনজীবী তাওহীদুল আনোয়ার বলেন, মঙ্গলবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রায় ঘোষণা করেন। এতে আসামির বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর