নাটোরের লোকমানপুর রেলস্টেশন এলাকায় ভাঙা রেললাইনে পাটের বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল করেছে। পরে মেরামত কাজ শেষে ৬ ঘণ্টা পর ওই স্থান দিয়ে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল করে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত
আব্দুলপুর স্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে নিয়মিত রেললাইন পরিদর্শনের সময় রেলকর্মীরা ওই স্থানে ভাঙা দেখতে পায়। এ সময় তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচলের জন্য ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে দেওয়া হয়। পরে রেল কর্তৃপক্ষের নির্দেশনায় রাজশাহীগামী ট্রেনগুলো সর্বোচ্চ ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ওই স্থান অতিক্রম করে। এরপর দুপুর ১টার দিকে প্রায় ৬ ঘণ্টা পর ওই ভাঙা স্থান মেরামত কাজ সম্পন্ন করা হয়।
রেল শ্রমিক মোস্তাক আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এরপর ধীর গতিতে একটি ট্রেনকে অতিক্রম করানো হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
বিজ্ঞাপন
এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান ঢাকা মেইলকে বলেন, সকাল ৭টার দিকে আমাদের রেলকর্মীরা পর্যবেক্ষণের সময় লাইনে ফাঁটল দেখতে পান। তাৎক্ষণিকভাবে বস্তা গুঁজে সর্বোচ্চ ১০ কি.মি. গতিতে ট্রেন চলাচল করানো হয়। এতে ট্রেন চলাচলে অতিরিক্ত ২-৩ মিনিট সময় বেশি লেগেছে। দুপুরে ওই স্থানে মেরামত কার্যক্রম শেষ হয়। বর্তমানে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।
প্রতিনিধি/ এমইউ

