শরীয়তপুরের নড়িয়ায় ওমান প্রবাসীর পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ হাতবোমা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের একটি বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি কক্ষে রাখা পাঁচটি বালতিতে অন্তত ৩০টি হাতবোমা পাওয়া যায়।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে অবৈধভাবে পাচারের সময় ৮ গরু জব্দ
বাড়ির মালিক মিলন মাদবর দীর্ঘ দিন ধরে ওমানে অবস্থান করছেন। বাড়িটি ফাঁকা থাকায় পুলিশের সন্দেহের তালিকায় ছিল। পরে বিশেষ অভিযানে বোমাগুলো উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়কারী দল নিরাপদে সরিয়ে নেয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, “১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা চালাতে না পারে, সেজন্য পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাতবোমাগুলো উদ্ধার করা হয়েছে।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/ এমইউ

