ঝিনাইদহের শৈলকুপায় ধান কাটার মেশিনের সামনে পড়ে আহত একটি মেছো বাঘের শাবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বন বিভাগের অভিযানে বান্দরবানে ২টি ধনেশ পাখি উদ্ধার
সাতগাছি গ্রামের রশিদ মোল্লা, আনোয়ার ও বল্টু হোসেন জানান, দুপুরে সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল। এ সময় ধানের জমিতে লুকিয়ে থাকা মেছো বাঘটি মেশিনের সামনে পড়ে মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়। সে সময় বাঘটি পালিয়ে যাওয়ার সময় সেচ খালের সামনে পৌঁছালে কয়েকজন কৃষকদের সামনে পড়ে। কৃষকদের উপস্থিতি দেখে বাঘটি আক্রমণাত্মক হলে ৮/১০ জন মিলে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে সেচখালের পাশে গর্ত খুঁড়ে মেছো বাঘটিকে পুঁতে রাখা হয়।
আরও পড়ুন: বাঁশঝাড়ে পাওয়া গেল অজগর
স্থানীয় সংবাদকর্মী জাফরুল ইসলাম শিমুল বলেন, বাঘ আটকের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি বাঘটিকে মেরে ফেলা হয়েছে। বাঘটিকে মেরে এলাকাবাসী আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, এ ধরনের ঘটনা আপনার কাছেই শুনেছি। আমি সাক্ষী দিতে গাজীপুরে এসেছি। ঘটনাস্থলে আমার সহকর্মীকে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
প্রতিনিধি/ এমইউ

