শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৫, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

‘ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রকে হরণ করেছিল। এ কারণেই দেশে জুলাই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল। এখন ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শনিবার (৯ আগস্ট) সকালে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের পর তিন জোটের রূপরেখা অনুযায়ী ১৯৯১ সালের ঐতিহাসিক নিরপেক্ষ নির্বাচনে বিএনপি জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠন করে। কিন্তু তারা রূপরেখা অনুযায়ী কেয়ারটেকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত করেনি। অবশেষে আন্দোলনের মুখে বাধ্য হয়ে ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর কেয়ারটেকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করে। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগ সরকারে এসে প্রধান বিচারপতিকে ব্যবহার করে একচ্ছত্র ক্ষমতার মালিক হওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এরপর একতরফা ভোট কারচুপি, অগ্রহণযোগ্য ও তামাশার ভোট করে তিন তিনবার অবৈধভাবে সরকার গঠন করে ক্ষমতাকে কুক্ষিগত করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘গণঅভ্যুত্থানে নিহতদের আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন’

জুলাই বিপ্লব বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (৯আগস্ট) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া দিনব্যাপী সিরাজগঞ্জ প্রত্যাশা সাংস্কৃতিক সংসদ আয়োজিত লেখক, শিল্পী সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের সীমাহীন অত্যাচার ও নির্যাতনে জনগণ অতিষ্ঠ হয়েছিল। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং গণতন্ত্র হরণ করেছিল। তারা ফ্যাসিবাদী সমাজ ব্যবস্থা কায়েম করেছিল। যার কারণে জুলাই অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই  অ্যাসোসিয়েশন (RUAA)-এর নির্বাচিত সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, আগামীতে আর যেন কেউ ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে সেই লক্ষ্যে লেখক, শিল্পী, কবি সাহিত্যিকদের লিখতে হবে, কথা বলতে হবে, ভূমিকা রাখতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি প্রশ্ন করে বলেন, ফ্যাসিবাদ যদি দূর নাই হয়, তাহলে জুলাই অভ্যুত্থানে দুই হাজার ছাত্র-জনতা কেন প্রাণ দিলো? কেন হাজার হাজার ছাত্র-জনতা পঙ্গুত্ব বরণ করলো?  সুতরাং একটি কল্যাণকর ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


বিজ্ঞাপন


সিরাজগঞ্জ প্রত্যাশা সাংস্কৃতিক সংসদের সভাপতি ড. খ ম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ' সৃজনশীল লেখকের দায়বদ্ধতা' শীর্ষক আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. আমিনুজ্জামান তালুকদার। 

আরও পড়ুন: চাঁদাবাজরা কখনও বিএনপির লোক হতে পারে না: শামসুজ্জামান দুদু

আলোচনায় অংশ নেন - সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন, উল্লাপাড়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ড. মো নজরুল ইসলাম, কামারখন্দ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. এম আব্দুস সবুর, সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, ড. কামরুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানের তৃতীয় পর্বে 'ফিরে দেখা জুলাই বিপ্লব'-২০২৫ সংখ্যা স্ফুরণ' গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন - সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, অধ্যাপক জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. মাওলানা আব্দুস সামাদ, কাজীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর আশরাফ আলী, সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ১০ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর