শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের ডেঙ্গু শনাক্ত

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের ডেঙ্গু শনাক্ত

ফেনীতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন একজন রোগী। 

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ বিষয়টি জানায়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু

চলতি মাসে আজ মঙ্গলবার পর্যন্ত ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর আগে জুলাই মাসে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ নিয়ে ফেনীতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত ফেনীর পাঁচ উপজেলায় ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ২৮ জন, দাগনভূঞায় দু’জন, সোনাগাজীতে পাঁচজন, ছাগলনাইয়া উপজেলায় সাতজন ও পরশুরাম উপজেলায় চারজন। আক্রান্তদের মধ্যে ৩৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। চলতি মাসে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছেন। 

আরও পড়ুন: দিনাজপু‌রে বিশ্ব স্তন্যপান সপ্তাহ উদযাপন


বিজ্ঞাপন


ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, গত ২৪ ঘণ্টায় ফেনীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ছয়জন। ফেনীতে ডেঙ্গু পরীক্ষার জন্য চার হাজার ১৪৯টি কিট রয়েছে। এখন ডেঙ্গু রোধে সচেতনতা দরকার।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর