‘স্তন্যপানকে অগ্রাধিকার দিন : টেকসই সহায়তা ব্যবস্থা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের হলরুমে বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন - বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের মেডিকেল অফিসার ডা. মো. মেরাজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম, হেল্থ অফিসার শাহিদুজ্জামান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম পুষ্টির উৎস। এতে রয়েছে এমন সব পুষ্টি উপাদান ও অ্যান্টিবডি, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং তাকে সুস্থভাবে বেড়ে উঠতে সহায়তা করে।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, শিশুর মানসিক, শারীরিক ও বুদ্ধিবিকাশে মায়ের দুধের বিকল্প নেই। জন্মের পরপরই শিশুকে বুকের দুধ খাওয়ানো জরুরি এবং কমপক্ষে ছয় মাস পর্যন্ত একমাত্র খাবার হিসেবে মায়ের দুধ দেওয়ার পরামর্শ দেন তারা।
এছাড়াও বক্তারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে মায়ের দুধ খাওয়ানোর পরিবেশ তৈরি এবং মাতৃত্বকালীন সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধি/ এমইউ

