রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রাভেল ব্যাগে পাওয়া যুবকের খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

ট্রাভেল ব্যাগে পাওয়া যুবকের খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগ থেকে এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ লাশের সন্ধান মিলেছে। 

পরে মরদেহের ফিঙ্গার প্রিন্ট থেকে ওই যুবকের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে তার মাথা এখনও পাওয়া যায়নি। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে ২ নারীর লাশ উদ্ধার

শুক্রবার (৮ আগস্ট) বেলা ৩টা ৪০ মিনিটে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শুক্রবার সকাল সাড়ে ৯টায় ট্রাভেল ব্যাগে ভর্তি একজন অজ্ঞাত পুরুষের টুকরো করা মরদেহ উদ্ধার হয়। পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট থেকে মরদেহের পরিচয় জানা গেছে। নিহত ব্যাক্তির নাম অলি মিয়া (৩৬)।’

আরও পড়ুন: খুলনায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত ১


বিজ্ঞাপন


ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম আরও বলেন, ‘মৃতের বাড়ি নরসিংদী সদর থানায়। তিনি সুরুজ মিয়ার ছেলে। তিনি আজমেরী পরিবহনে হেলপার হিসেবে কাজ করতেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,, টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোডে অবস্থিত হাজীর বিরিয়ানির সামনে রাস্তার ওপরে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাভেল ব্যাগ দু’টি পড়ে ছিল। ধারণা করা হচ্ছে যে ব্যাগ দু’টি শেষ রাতের যেকোনো সময় এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর