শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে ২ নারীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া 
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে ২ নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার কোটপাড়ার বারো শরিফ দরবার এলাকার একটি বাড়ির সামনে থেকে এবং মিরপুর হাসপাতালের পাশের পরিত্যক্ত জায়গা থেকে অজ্ঞাত পরিচয় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। 


বিজ্ঞাপন


পরে পুলিশ এলে লাশগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ‘সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি মোশারফ আরও জানান, পরিচয় শনাক্ত করার জন্য আশেপাশের বিভিন্ন এলাকায় বার্তা পাঠানো হয়েছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজের পেছন থেকে পানিতে ভাসমান অবস্থায় আরও এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ওই লাশ উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজের পেছন থেকে পানিতে ভাসমান অবস্থায় আরও এক অজ্ঞাত নারীর গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তার পরিচয় এবং কীভাবে কারা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি। এ বিষয়ে কাজ করছে পুলিশ।

দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে একই দিনে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর