খুলনায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শেখ শাহাদাত হোসেন নামের এক চরমপন্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
খুলনা সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় শাহাদাতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৯টায় সার্জারি ওয়ার্ডের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাদাত চরমপন্থী দলের নেতা ছিলেন জানিয়ে ওসি বলেন, শাহাদাত দীর্ঘ প্রায় ২০ বছর কারাভোগ করেন। গত বছর ৫ আগস্টের পর কারামুক্ত হয়ে ব্যবসা শুরু করেছিলেন।
প্রতিনিধি/ এমইউ

