রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রেক্ষাপট পরিবর্তন হলেও ইবির ক্যালেন্ডারে সংযুক্ত হয়নি কোরআনের আয়াত

রাকিব রিফাত, ইবি
প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

প্রেক্ষাপট পরিবর্তন হলেও ইবির ক্যালেন্ডারে সংযুক্ত হয়নি কোরআনের আয়াত

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ওয়াল ক্যালেন্ডার থেকে কোরআনের আয়াত তুলে দেয় তৎকালীন প্রশাসন। পরে গত বছরের আগস্ট হাসিনার পতনের পর নতুন প্রশাসন নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। নতুন প্রশাসন গত ২ জুলাই মোড়ক উন্মোচন করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন ক্যালেন্ডার। তবে ওই ক্যালেন্ডারে কোনো কোরআনের আয়াত সংযুক্ত করা হয়নি বলে দেখা গেছে।

জানা যায়, সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়াল ক্যালেন্ডারে কোরআনের আয়াত লেখা ছিল। তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে প্রকাশিত ক্যালেন্ডারগুলোতে কোরআনের আয়াত সংযুক্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর আমলে এই কাজ করা হয়। এ ছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষে ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহ্বায়ক ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমান।


বিজ্ঞাপন


আরও পড়ুন

অর্থকষ্টে ফর্ম ফিলআপ করতে না পারা শিক্ষার্থীর পাশে ইবি ছাত্রদল নেতা

এ বিষয়ে ড. জাকারিয়া রহমান বলেন, অনেক আগের বিষয় হওয়ায় আমার সঠিক মনে নেই, কী কারণে বাদ দেওয়া হয়েছিল। তবে যতটুকু মনে পড়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবেও এটা করা হয়নি। তৎকালীন প্রশাসন থেকেও এরকম কোনো নির্দেশনা ছিল না।

এদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন ক্যালেন্ডারেও কোরআনের আয়াত সংযুক্ত করেনি বর্তমান প্রশাসন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটলেও নতুন ক্যালেন্ডারে কেন কোরআন নেই তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

এ বিষয়ে মুদ্রণ কমিটির বর্তমান আহ্বায়ক অধ্যাপক ড. আলীনূর রহমান বলেন, কোরআনের আয়াত সংযুক্ত থাকার বিষয়টি আমরা জানি না। আর কেউ বিষয়টি আমাদেরকে বলেওনি। আমরা খোঁজ নিয়ে দেখছি, যদি থেকে থাকে তাহলে পরবর্তী বছরে এটা সংযোজন করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর