অর্থাভাবে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলআপ করতে না পারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। সম্পূর্ণ নিজ অর্থায়নে ওই শিক্ষার্থীর ফর্ম ফিলআপ করিয়েছেন তিনি।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু পারিবারিক অবস্থা উন্নত না হওয়ায় অর্থাভাবে ফর্ম ফিলআপ করতে পারছিলেন না বিভাগের শিক্ষার্থী হাবিব (ছদ্মনাম)।
বিজ্ঞাপন
এদিকে, ফর্ম ফিলআপের সময় শেষ হতে থাকায় টাকা ম্যানেজ করতে না পেরে দিশেহারা হয়ে পড়েন তিনি। বিষয়টি জানতে পেরে লোকপ্রশাসন বিভাগের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে হাসিবের পাশে দাঁড়ান সাহেদ আহম্মেদ।
ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থী হাবিব (ছদ্মনাম) বলেন, অত্যন্ত দুঃসময়ে ছাত্রদলের সাহেদ ভাইকে পাশে পেয়েছি। আমার বাবা দিনমজুর, অনেক কষ্টে আমার নিয়মিত পড়াশোনার ও আনুষঙ্গিক খরচ পাঠান। কিন্তু এখন একবারে প্রায় সাড়ে ৬ হাজার টাকার মতো প্রয়োজন হওয়ায় আমি তা জোগাড় করতে পারছিলাম না। এ সময় সাহেদ ভাই জানতে পেরে আমাকে ফর্ম ফিলআপের ব্যবস্থা করে দেন। ভাইয়ের এই উপকার আমি ভুলব না। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক।
বিজ্ঞাপন
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমি জানতে পেরেছি, আমার বিভাগের এক ছোট ভাই আর্থিক সমস্যার কারণে ফরম ফিলআপ করতে পারছে না। এজন্য আমি ছাত্রদলের পক্ষ থেকে তার বিভাগের একজন বড় ভাই হিসেবে পাশে থাকার চেষ্টা করেছি। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীতেও শিক্ষার্থীদের পাশে ছিল, এখনো আছে, এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
প্রতিনিধি/টিবি

