মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে স্বাস্থ্য সহকারীদের ৩ ঘণ্টা কর্মবিরতি

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

ফেনীতে স্বাস্থ্য সহকারীদের ৩ ঘণ্টা কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে নিয়োগবিধি সংশোধনে ১৪তম গ্রেডে অন্তর্ভুক্ত করাসহ ছয় দফা দাবিতে ফেনীতে অবস্থান কর্মসূচি ও তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন কমিটির নেতারা।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের ফেনী জেলা শাখার সভাপতি আতিকুল ইসলাম। বক্তব্য দেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক একরামুল হক মোল্লা, সহ-স্বাস্থ্য পরিদর্শক নুর মোহাম্মদ, সোনাগাজী উপজেলার চরচান্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী খাদিজা ইয়াছমিন প্রমুখ।


বিজ্ঞাপন


আরও পড়ুন

স্বাস্থ্য সহকারীদের হুঁশিয়ারি: সেপ্টেম্বর থেকে শাটডাউন

কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা এখনও ১৬তম গ্রেডে পড়ে আছি। আমরা চাই নিয়োগবিধিতে স্নাতক সংযোজন করে আমাদেরকে ১৪তম গ্রেড প্রদান করা হোক। কিন্তু প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে যারা পশুপাখিকে টিকা দেন তাদেরকে বলা হয় টেকনিক্যাল পার্সন, আর আমাদেরকে বলা হয় টেকনিক্যাল হ্যান্ড। আমরা বারবার বলে আসতেছি অথচ আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হচ্ছে না। আমরা বঞ্চিত হচ্ছি।

এসমস্ত বিষয় তুলে ধরে তারা আরও বলেন, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুনর্নির্ধারণ, সময়প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতির দাবি মেনে নেওয়ার জন্য বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব দাবি হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর