রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বাস্থ্য সহকারীদের হুঁশিয়ারি: সেপ্টেম্বর থেকে শাটডাউন

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

স্বাস্থ্য সহকারীদের হুঁশিয়ারি: সেপ্টেম্বর থেকে শাটডাউন

বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে নীলফামারীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ করে ‘কমপ্লিট শাটডাউনে’ যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। নীলফামারী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য সহকারীরা কর্মসূচিতে অংশ নেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি স্বাস্থ্য সহকারীদের

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—

১. নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন ও ১৪তম গ্রেড প্রদান।

২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডে উন্নীতকরণ।


বিজ্ঞাপন


৩. ধারাবাহিকভাবে পদোন্নতির মাধ্যমে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।

৪. পূর্বের বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি।

৫. টাইম স্কেল ও উচ্চতর গ্রেড যুক্ত করে পুনঃনির্ধারিত বেতন স্কেল প্রদান।

৬. পূর্বে ডিপ্লোমা সম্পন্নকারীদের সরাসরি ১১তম গ্রেডে অন্তর্ভুক্তি।

আরও পড়ুন

মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নীলফামারী জেলা কমিটির সভাপতি আনজারুল হক মিলন বলেন, শিশুর জন্মের পর যে টিকাগুলো দেওয়া হয়, তা মাঠ পর্যায়ে আমরাই দিয়ে থাকি। এটি অত্যন্ত টেকনিক্যাল কাজ হলেও আমরা এখনও টেকনিক্যাল মর্যাদা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি।

সাধারণ সম্পাদক মমিনুর রহমান বলেন, স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সাফল্যের পেছনে স্বাস্থ্য সহকারীদের ভূমিকা থাকলেও আমাদের দাবিগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। তাই দ্রুত নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড এবং ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেড বাস্তবায়ন করতে হবে।

স্বাস্থ্য সহকারীরা আশা প্রকাশ করে বলেন, তাদের ছয় দফা দাবি বাস্তবায়ন হলে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও টেকসই হবে। তারা আশা করছেন, অন্তর্বর্তীকালীন সরকার ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর ন্যায্য দাবি মেনে বৈষম্যের অবসান ঘটাবে।

এসময় কর্মসূচিতে আরও বক্তব্য দেন, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খাইরুল আনাম, জামায়াতের নীলফামারী শহর শাখার আমির মো. আনোয়ারুল ইসলাম।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর