বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

মাদারীপুরে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে বিল পদ্মা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ জুন) দুপুরে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চর লক্ষীপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ব্যানার-ফেস্টুন হাতে এতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার দুই শতাধিক মানুষ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরেই মাদারীপুর সদর উপজেলার ছিলারচর, কালিকাপুর, ধুরাইল ইউনিয়নের হাজার হাজার মানুষ নদী পারাপারে ভোগান্তির শিকার হচ্ছে। এই এলাকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া আড়িয়াল খাঁ নদের শাখা বিল পদ্মা নদীর দু’পাড়ের প্রায় ৫০ হাজার কৃষক, ব্যবসায়ী ও ছাত্রছাত্রীরা সেতু না থাকায় খেয়াঘাটে নানা ভোগান্তির শিকার হচ্ছে। তাই একটি সেতু নির্মিত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, এলাকাজুড়ে শোক


বিজ্ঞাপন


 মানববন্ধনে বক্তব্য দেন - মাদারীপুর জেলা জামায়াতের আমির আব্দুস সোবহান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাদারীপুর জেলার সভাপতি আমিনুল ইসলাম খলিল মোড়ল, মাদারীপুর ওলামা পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, শিবচর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বেপারী, ছিলারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বাবুল মোল্লাসহ অনেকেই। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর