রাজশাহীর পুঠিয়ায় পবিত্র ঈদুল আজহার আগের রাতে পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) রাতে উপজেলার বানেশ্বর ইউনিয়নের দীঘলকান্দি এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বোচাগঞ্জে ধানখেত থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর নাম আয়েশা সিদ্দিকা (৪)। সে ওই এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকেলে বাসার পাশে খেলাধুলা করছিল শিশু আয়েশা। এ সময় থেকে সে নিখোঁজ হয়। তবে শুক্রবার বাসার কিছুটা দূরে জঙ্গলে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে তার মরদেহ দেখা যায়। পরে পুলিশ ও স্থানীয়রা গিয়ে আয়েশাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, শিশুর লাশ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলেই আছি। বিস্তারিত পরে জানানো হবে। ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/ এমইউ