চাঁপাইনবাবগঞ্জের সুবইলডাঙ্গা গ্রামে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে বাসেদ আলী বিশু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৯ জুন) বেলা ১১টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর ইউনিয়নের সুবইলডাঙ্গা গ্রামে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শিবচরে নিজ ঘর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, সুবইলডাঙ্গা গ্রামে ছোট ছোট শিশুরা ক্রিকেট খেলছিল। এ সময় বাসেদ আলী বিশু তাদের নিষেধ করলে দু’দলের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে বাসেদ আলী বিশু প্রতিপক্ষের হাতে নিহত হন।
আরও পড়ুন: মিরসরাইয়ে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার
এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বাসেদ আলীর সঙ্গে প্রতিপক্ষের পূর্ব শত্রুতা ছিল এবং এরই জের ধরে সামান্য ঘটনা নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
ওসি আরও জানান, বাসেদ আলীর হত্যাকারীরা বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/ এমইউ