বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

দাদা বাড়ি ঈদ করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

দাদা বাড়ি ঈদ করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে দাদা বাড়ি ঈদ করতে গিয়ে পুকুরে ডুবে আদুরী আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, এলাকাজুড়ে শোক

আদুরী সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের প্রবাসী কামরুল শাহাদাত রিপনের মেয়ে। সে স্থানীয় একটি প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

 সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঈদের দিন গাছে ঝুলছিল যুবকের লাশ


বিজ্ঞাপন


তিনি জানান, ঈদ উদযাপন করতে শুক্রবার আদুরী তার দাদা আব্দুর রহমানের বাড়ি ছাগলধরা গ্রামে বেড়াতে যায়। ঈদের দিন আদুরী কয়েকজন সঙ্গীর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা শিশুরা বিষয়টি বাড়িতে জানালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। তখন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর